একজন আদর্শ নারী বলতে কেমন মানুষকে বোঝায়? যিনি সারাদিন ঘর-সংসার সামলান তাঁকে? নাকি যিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন? আজকালকার এই আধুনিক পৃথিবীতে আদর্শ নারী তিনিই, যিনি কিনা নিজের পরিবার, কাজ ও স্বপ্নের মাঝে চমৎকার সমন্বয় সাধন করতে পারেন। যিনি একইসাথে সামলে নিতে পারেন নিজের সমস্ত পারিপার্শ্বিকতা। নিজেকে মাঝে মাঝে খুব ক্লান্ত মনে হয়? কিংবা ব্যর্থ মনে হয়? কিংবা নিজেকে আরও একটু গুছিয়ে তুলতে চান? তাহলে আজকের এই ফিচারটি আপনার জন্যই। ১. কাউকে ভালোবাসা একটি বিপজ্জনক কাজ, কিন্তু এটা অনেক বেশি...

